শুটিংয়ে কেন সেন্সলেস হয়ে যাচ্ছিলেন অপূর্ব?

জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্বর মুক্তির অপেক্ষায় রয়েছে স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’। এই সিরিজটির অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে হাতে এবং পিঠে মারাত্মক চোট পান তিনি। শুটিং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আউটডোর শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে এই চোট পান অভিনেতা। সেই সঙ্গে তার ব্যাকপেইন উঠে। মাসল পেইন ও ব্যাকপেইন একসঙ্গে হওয়াতে অনেকটা সেন্সলেস হয়ে যাওয়ার মত অবস্থা হয় তার। এরপর তৎক্ষণাৎ...