এবার কানাডা ও যুক্তরাষ্ট্রের পর্দায় বাংলার রূপকথা ‘কাজলরেখা’

দেশের পর এবার আমেরিকানরা দেখতে যাচ্ছে বাংলার রূপকথা, যেটার পটভূমি চারশ বছরের পুরনো বাংলার এক লোকগাঁথা। আগামী ৩১ মে থেকে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’ সিনেমা। এমনটাই জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো’।জানা গেছে, প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে কানাডার ৮ ও যুক্তরাষ্ট্রের ১৭টি প্রেক্ষাগৃহে। হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি...