শিল্পী সমিতির নির্বাচন

প্রথম ভোট দিলেন অভিনেতা ডা. এজাজ

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন। শুক্রবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হলে এ সময় প্রথম ভোটটি দেন জনপ্রিয় অভিনেতা এবং খ্যাতিমান চিকিৎসক এজাজুল ইসলাম।

এর পর সকাল ১১টার দিকে এফডিসিতে ভোট দিতে আসেন অভিনেতা আসাদুজ্জামান নূর। এরপর পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক, নায়িকাসহ শিল্পীদের আগমন হয় এফডিসি প্রাঙ্গণে।

এদিকে, এফডিসির প্রবেশগেটে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যারা শিল্পী, পরিচালক, প্রযোজক,সহকারী পরিচালকসহ এফডিসির বিভিন্ন ইউনিট সদস্য, নিজ নিজ সমিতির পরিচয়পত্র, সাংবাদিক দের প্রবেশ কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। 

এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।