লন্ডনে বেড়েছে ‘প্রিয়তমা’র শো

Looks like you've blocked notifications!
সিনেমাটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

বাংলাদেশে মুক্তির নবম সপ্তাহেও অনেকগুলো প্রেক্ষাগৃহে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমা। গেল ঈদে মুক্তির পর সিনেমাটি দুই মাসের মধ্যে ব্যবসায়িকভাবে রেকর্ড পরিমাণ সাফল্য অর্জন করেছে। 

শুধু দেশে নয়, প্রিয়তমা নিয়ে দর্শক আগ্রহ নিয়ে দেখছে সুদূর ইংল্যান্ডেও। সেখানে দ্বিতীয় সপ্তাহেও দর্শক চাহিদায় শো বাড়ানো হয়েছে। 

গত ১৮ আগস্ট থেকে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বাণিজ্যিক থিয়েটারগুলোতে ‘প্রিয়তমা’ সিনেমা প্রদর্শিত হচ্ছে। সেখানকার পরিবেশক রন্টি চৌধুরী বলেন, ‘এখানে প্রচুর দর্শককে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাকে আকর্ষণ করেছে। প্রথম সপ্তাহে ১২টি লোকেশন ডিস্ট্রিবিউট করেছিলাম।’

তিনি বলেন, ‘এখনাকার সবচেয়ে বড় সিনেমা চেইন সিনে ওয়ার্ল্ডের কাছে দিয়েছিলাম। প্রথম সপ্তাহে হাউজফুল যাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে শো বাড়িয়ে দেয়া হয়েছে। ইন্ডল্যান্ডের ইলফোর্ড, লুটন এবং ওয়েস্ট ইন্ডিয়াতে প্রচুর শো পাওয়া যাচ্ছে। প্রিয়তমা তথা বাংলাদেশের সিনেমার জন্য এ খুবই ভালো সংবাদ।

বাংলাদেশ ইন্ডল্যান্ডের পাশাপাশি প্রিয়তমা চলেছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আগামী ৩১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়াতেও। 

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক গ্রস সেল ৩৭ কোটি ব্যবসা করা সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, সহীদ উন নবী, কাজী হায়াৎ, এলিনা শাম্মী।