ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুপ্রিমকোর্ট ভবনের বাইরে শুক্রবার এক ব্যক্তি নিজের গায়ে আগুন দেওয়ার পর পুলিশের তৎপরতা। ছবি : এএফপি  

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের এক মামলার বিচার চলাকালে আদালতের বাইরে গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) এক ব্যক্তি নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেন। ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন এই মামলার বিচার প্রক্রিয়ার জন্য জুরি নির্বাচনের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আদালতের বাইরে একজনের নিজের গায়ে আগুন দেওয়ার এ খবর পাওয়া যায়। খবর এএফপির।

তবে ঐ ব্যক্তির গায়ে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মামলার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনও পরিষ্কার নয়। ট্রাম্প যখন নিউইয়র্কের আদালত ভবনের ১৫ তলায় অবস্থান করছিলেন, তখনই এ ঘটনাটি ঘটে। আদালতে এ সময় ১২ জন নিউইয়র্কবাসী ও ছয়জন বিকল্প ব্যক্তির সমন্বয়ে পূর্ণ জুরি গঠন করা হয়। টেলিভিশনে সরাসরি আদালতের কার্যক্রম সম্প্রচারের সময় হঠাৎ ধোঁয়াচ্ছন্ন রাস্তার ছবি দেখানো হয় এবং বলা হয়, সেখানে একজন লোক তার নিজের গায়ে আগুন দিয়েছে। এ সময় পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে ছুটোছুটি করতে দেখা যায়। ঘটনাস্থল থেকে মাংস ও তেল পোড়া দুর্গন্ধও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র বলেন, ‘একজন লোক সুপ্রিম কোর্ট ভবনের বাইরে নিজের গায়ে আগুন দিয়েছে। এ বিষয়ে আমরা ঘটনাস্থল থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আদালতের বিচারক জুয়ান মার্চেন বলেন, জুরি নির্বাচন সম্পন্ন হওয়ায় আগামী সোমবার থেকে বিচার কার্যক্রম শুরু হবে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প তার কেলেঙ্কারি যাতে ফাঁস না হয়, সেজন্য একজন পর্ন তারকাকে নগদ অর্থ দিয়েছিলেন বলে ওই মামলায় অভিযোগ আনা হয়েছে। সেবার তিনি হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। রিপাবলিকান দলের পক্ষে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও তিনটি ফৌজদারি মামলা রয়েছে।