দরজার হাতল স্পর্শ করলে ইলেকট্রিক শক লাগে কেন?

দরজার ধাতব হাতল ছুঁলে কখনো শরীরে বৈদ্যুতিক শকের অনুভূতি হয়। কখনো বা মাথার চুল খাড়া হয়ে ওঠে। মানুষের শরীরে এমন প্রতিক্রিয়া ও অনুভূতির বৈজ্ঞানিক কারণ জানলে বিষয়টা বুঝতে সুবিধা হয়।কখনো কখনো আমাদের শরীরে কেন কারেন্ট লাগে? এর উত্তর হলো আমাদের আশেপাশের সবকিছু, এমনকি আমাদের শরীরও ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত। সেগুলোর উপাদান আবার বৈদ্যুতিক চার্জযুক্ত কণা। পরমাণুর কেন্দ্রে রয়েছে পজিটিভ চার্জে ভরা প্রোটন।...