ধোনির সঙ্গে সম্পর্কটা কেমন জানালেন মুস্তাফিজ

Looks like you've blocked notifications!
মুস্তাফিজুর রহমান। ছবি : বিসিসিআই

আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে যে দলের সদস্য ভারতের কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনি। ধোনি-মুস্তাফিজ জুটি এবার বারবার ধরা দিচ্ছে ক্রিকেট ভক্তদের চোখে। কখনো ধোনির বাহবা পাচ্ছেন মুস্তাফিজ, কখনো ধোনির পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করছেন। কিন্তু দুজনের এই রসায়ন মাঠেই সীমাবদ্ধ, মাঠের বাইরে তেমন কথাই হয়না ধোনি-মুস্তাফিজের।

সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। যেখানে নানা বিষয়ে কথা বলেন এই বাংলাদেশি তারকা। এ সময় মাহির সঙ্গে কি ধরনের কথা হয়, এমন প্রশ্নে মুস্তাফিজের জবাব, ‘মাহি ভাইয়ের সঙ্গে বোলিং নিয়েই বেশি কথা হয়। এর বাইরে তেমন একটা কথা হয় না। মাঠেই টুকটাক কথা হয়। কোনটা কিভাবে করলে ভালো হয় এগুলো মাহি ভাই এসে আমাকে বলে দেয়। আমি সেভাবেই করার চেষ্টা করি।’

মুস্তাফিজ আরও বলেন, ‘জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানেও তেমনটাই। এখানে আসার পর আমার একটুও অস্বস্তিবোধ হয়নি। এটা বড় একটা ব্যাপার। মাহি ভাইয়ের ফিল্ডিং সেটআপ, ডেথ ওভারে ব্রাভোর ফিল্ডিং সেটআপ—এইসব ছোট ছোট জিনিস খুব কাজে লেগেছে। অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে তারকা বেশি। সব দেশের খেলোয়াড়রা এখানে আছে। তাই এখানে ভালো করলেও অন্য জায়গায় সাফল্য পাওয়া সহজ হবে।’

এদিকে, মুস্তাফিজের বাজে পারফরম্যান্সে সমালোচনা যেমন হচ্ছে, নতুন চিন্তা বাড়ছে চেন্নাইয়ের। কারণ জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে আর দুই ম্যাচ পরই দেশে ফিরছেন মুস্তাফিজ। তাই তার পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার চেষ্টায় দলটি।