ছয় ম্যাচ পর জিতে ডু প্লেসিস বললেন, এবার আরামে ঘুমাব

Looks like you've blocked notifications!
কোহলির সঙ্গে ফাফ ডু প্লেসি। ছবি : আরসিবি

আসরের নিজেদের শুরুটা হার দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসকে হারিয়ে নিজেদের স্বপ্নযাত্রা শুরু করে তারা। কিন্তু এর পরই ছন্দ পতন। একে একে টানা ছয় হার। টানা অবস্থান টেবিলের তলানিতে। 

দলের এমন পরিস্থিতির মধ্যে গতকাল সানরাইজার্সা হায়দরাবাদের বিপক্ষে স্বস্তির জয় তুলে নেয় আরসিবি। ড্রেসিংরুমে স্বস্তি ফেরানো এই জয়ের পর বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস বললেন, এবার কিছুটা শান্তিতে ঘুমাতে পারবেন তারা।

গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে ৩৫ রানে জিতেছে বেঙ্গালুরু। টানা হারে এরই মধ্যে তাদের প্লে অফের আশাও শেষ হওয়ার পথে। এখন পর্যন্ত ৯ ম্যাচে তাদের জয় কেবল দুটিতে। অবস্থান সবার নিচে। কার্যত প্লে অফের আশা শেষই বলা চলে। যে অল্প আশা বাকি আছে সেটাও কঠিন।  

এমন পরিস্থিতিতে স্বস্তির জয় আসা ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাফ ডু প্লেসি বলেন, ‘আগের দুই ম্যাচে আমরা দারুণ লড়াই করেছি। হায়দরাবাদ ম্যাচটি ছিল ২৭০ রানের বেশি লক্ষ্যের এবং আমরা ২৬০ পর্যন্ত করতে পেরেছি। এরপর কলকাতা ম্যাচেও ভালো খেলেছি, স্রেফ ১ রানে হেরেছি। আমরা রেকর্ড রান প্রায় তাড়া করেই ফেলেছিলাম। কয়েকটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে জয় দরকার। এই জয় বড় এক স্বস্তি। যে অবস্থাতেই থাকি না কেন, ম্যাচ জিততে না পারলেও এটা প্রভাবিত করে, মানসিকতা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। এখন রাতে কিছুটা আরামে ঘুমাতে পারব।