কোহলির মন্থর ইনিংসের সমালোচনায় সাবেকরা

Looks like you've blocked notifications!
বিরাট কোহলি। ছবি : এএফপি

বিরাট কোহলির ব্যাটে রান থাকা মানে ভারতের জন্য শাপেবর। অথচ, আইপিএলে এবার তার দলের বেলায় হচ্ছে উল্টোটা। আসরে সবচেয়ে বেশি রান তার। কমলা টুপির মালিক কোহলি ৯ ম্যাচে করেছেন ৪৩০ রান। তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক, কিন্তু আরসিবি পয়েন্ট টেবিলে সবার তলানিতে। মাত্র দুই জয়ে ১০ দলের মধ্যে ১০ নম্বরে দলটি।

হতাশা কাটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দারুণ এক জয় পায় আরসিবি। ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে অর্ধশত রানের ইনিংস। তবে, ৪৩ বলে ১১৮.৬০ স্ট্রাইক রেটে করা ৫১ রানের ইনিংসটি নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। সমালোকচকদের দলে আছেন সুনিল গাভাস্কার, অজয় জাদেজার মতো সাবেকরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে গাভাস্কার বলেন, ‘সে কেবল সিঙ্গেল নিয়েই খেলেছে। আমি যদি ভুল না করি, ৩১-৩২ রানের মধ্যে তার বাউন্ডারি ছিলই না। সে ঝুঁকি নেয়নি। অথচ, তার পরে আরও ব্যাটার রয়েছে যারা মেরে খেলার সামর্থ্য রাখেন।‘

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে অজয় জাদেজা বলেন, ’সে পাওয়ার প্লের পর তার গতি কমিয়েছে। কেন এমন করেছে, সে-ই ভালো বলতে পারবে। বিষয়টি খানিক এমন, সূর্য তার তেজ কমিয়ে দিয়েছে। সে ধারাবহিক, তবে দলের জন্য কার্যকরী হচ্ছে না ইনিংসগুলো।’