জেসির আম্পায়ারিংয়ের মুকুটে নতুন পালক

Looks like you've blocked notifications!
সাথিরা জাকির জেসি। ছবি : এনটিভি অনলাইন

বাংলাদেশের নারী আম্পায়ারিংয়ে অনন্যা এক নাম সাথিরা জাকির জেসি। ছিলেন জাতীয় দলের ক্রিকেটার। ধারাভাষ্য দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। এখন ধ্যানজ্ঞানের পুরোটা আম্পায়ারিং নিয়ে। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত নারী আম্পায়ার তিনি।

সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী সিরিজে আম্পায়ারিং করেছেন। এবার আরও বড় পরিসরে আম্পায়ারিংয়ের সুযোগ হাতছানি দিচ্ছে তাকে। আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এনটিভি অনলাইনকে আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেসি নিজেই।

জেসি বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করি। ছয় ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলাম। এসিসি তখনই একটা প্রাথমিক প্যানেল তৈরি করে। আমাকে জানানো হয় এশিয়া কাপে আম্পায়ারিং করতে হতে পারে।’

কেবল এসিসিই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও জেসিকে বলা হয়েছে এশিয়া কাপে আম্পায়ারিংয়ের জন্য প্রস্তুত থাকতে। এই প্রতিবেদককে জেসি বলেন, ‘এসিসি আমাকে মৌখিকভঅবে জানিয়েছেন, নারী এশিয়া কাপে আম্পায়ারিংয়ের জন্য আমি নির্বাচিত হয়েছি। বিসিবি থেকেও বলা হয়েছে আমি যেন প্রস্তুত থাকি।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে আম্পায়ারিং করাটা বড় অর্জন। এশিয়া কাপের মতো মঞ্চ হলে ভালো লাগার পরিধি বেড়ে যায়। আর তা যদি হয়, নিজের সঙ্গে চ্যালেঞ্জে জেতা, তাহলে তো কথাই নেই।

এই বিষয়ে জেসির মত, ‘গত বছর ধেকে আম্পায়ারিংয়ে সিরিয়াস হই আমি। গত এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। তখনই নিজের মধ্যে একটা লক্ষ্য স্থির করেছিলাম, পরের এশিয়া কাপে আমি আম্পায়ারিং করব।’