বিশ্বকাপের শুভেচ্ছা দূত গতি মানব বোল্ট

Looks like you've blocked notifications!
উসাইন বোল্ট। ছবি : আইসিসি

জ্যামাইকান স্প্রিন্টার হিসেবেই বিশ্বখ্যাত উসাইন বোল্ট। এখনও তিনি বিশ্বের দ্রুততম মানব। অ্যাথলেট হিসেবে পরিচিত হলেও ক্রিকেটের প্রতি বোল্টের ভালবাসা সেই ছোটবেলা থেকেই। স্প্রিন্টার না হলে হয়তো ক্রিকেটারই হতেন তিনি। তবে এবার ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকার দারুণ একটি উপলক্ষ পেয়ে গেলেন বোল্ট।

আর মাস খানেকের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে শুভেচ্ছা দূত করা হয়েছে বিশ্বের সবচেয়ে গতি মানব উসাইন বোল্টকে। গতকাল বুধবার (২৪ এপ্রিল) আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত হিসেবে  অলিম্পিকে আটটি সোনাজয়ী সাবেক এই স্প্রিন্টারের নাম ঘোষণা করা হয়েছে।

প্রথমবারের মতো আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। দেশটিতে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বোল্ট, ‘আমেরিকা খেলায় এবং এর তীব্রতায় বিশ্বাস করে। এমন বাজারে ঢোকা আমার কাছে বড় ব্যাপার বলে মনে হয়। তারা যখন কোনো খেলা অনুসরণ করে, সেটি একেবারে ঠিকঠাকভাবে করে। তারা উজাড় করে দেয়। যদি তারা এদিকে ঝোঁকে, তাহলে তারা ঠিকঠাকভাবেই এগোবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন উৎসাহ থাকবে, তেমন কিছু হলে দারুণ হবে।’

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রবাসীর কাছে ক্রিকেটকে তুলে ধরতেই ২০১৬ রিও অলিম্পিকে তিনটি সোনাজয়ী অ্যাথলেটকে দূত হিসাবে বেছে নিল আইসিসি।