আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন মোহিত

Looks like you've blocked notifications!
মোহিত শর্মা। ছবি : বিসিসিআই

আইপিএল মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। প্রতিটি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড তৈরি হচ্ছে। কিছুটা ব্যতিক্রম হল বুধবারের দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে। এই ম্যাচে গুজরাটের বোলার মোহিত শর্মা রেকর্ড অবশ্য গড়েছেন, তবে সেটি লজ্জার।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান। জবাবে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২২০ রানে থামে গুজরাট। নাটকীয় জয় ছাপিয়ে আলোচনায় পেসার মোহিত শর্মা। অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন এই ডানহাতি পেসার।

দিল্লির বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়ে আইপিএলের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি। চার ওভারে ৭৩ রান দেন মোহিত। একটিও উইকেট পাননি তিনি। চার ওভারের মধ্যে শুধু শেষ ওভারে ৩১ রান দেন এই ডানহাতি পেসার।

এর আগে ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের পেসার বাসিল থাম্পি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার ওভারে ৭০ রান দিয়েছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন মোহিত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যশ দয়াল। গত বছর গুজরাতের হয়েই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার ওভারে ৬৯ রান দিয়েছিলেন তিনি।

এছাড়াও বেঙ্গালুরুর হয়ে খেলা টপলি ৬৮ রান দিয়েছিলেন এ মৌসুমেই, সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড ২৮৭ রানের ম্যাচে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে রেকর্ডটি ডার্বিশায়ারের ম্যাথু ম্যাকিয়ারনানের। ২০২২ সালে সমারসেটের বিপক্ষে এ লেগ স্পিনার চার ওভারে দিয়েছিলেন ৮২ রান।