রাজস্থানের বিপক্ষে লড়াকু সংগ্রহ মুম্বাইয়ের

Looks like you've blocked notifications!
মুম্বাই বনাম রাজস্থান ম্যাচ। ছবি : বিসিসিআই

জমে উঠেছে আইপিএলে প্লে-অফে ওঠার লড়াই। সাত ম্যাচের ছয়টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। প্লে-অফের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যেতে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নেমেছে রাজস্থান। ওপেনারদের ব্যর্থতার ম্যাচেও রাজস্থানকে লড়াকু লক্ষ্য দিল মুম্বাই ইন্ডিয়ান্স।

আজ সোমবার (২২ এপ্রিল) রাজস্থানের ঘরের মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৯ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে ৪৫ সর্বোচ্চ ৬৫ রান করেন তিলক ভার্মা।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। দলীয় ৬ রানের মাথায় অভিজ্ঞ রোহিত শর্মার উইকেট হারায় দলটি। ৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারে ফেরেন আরেক ব্যাটার ইশান কিশান। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

শুরুতে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নিতে পারেননি সূর্যকুমার যাদব। দলীয় ২০ রানের মাথায় ফেরেন সাজঘরে। ৮ বলে ১০ রান করে পাওয়েলের হাতে ক্যাচ তুলে দেন যাদব।

এরপর অবশ্য আফগান ব্যাটার মোহাম্মদ নবীর ব্যাটে কিছুটা লড়াই করে মুম্বাই। ১৭ বলে ২৩ রান আসে তার ব্যাট থেকে। দলীয় ৫২ রানের মাথায় তার বিদায়ে ফের ধাক্কা খায় দলটি। যদিও নেহাল বাধেরা ও তিলক ভার্মার ব্যাটে চড়ে লড়াকু সংগ্রহের ভিত পায় দলটি।

দলীয় ১৫১ রানের মাথায় বোল্টের বলে সন্দ্বীপের হাতে ক্যাচ তুলে ফেরেন সাজঘরে। ২৪ বলে ৪৯ রান আসে তার ব্যাট থেকে। এরপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেও সফল হননি ভার্মা। শুরুতে পান্ডিয়া ও পরে ভার্মা বিদায় নেওয়ায় সংগ্রহ আরও বড় করা হয়নি মুম্বাইয়ের।