চট্টগ্রাম টেস্টের আগে সুখবর পেলেন মুমিনুল-খালেদ

Looks like you've blocked notifications!
মুমিনুল হক (বামে) ও খালেদ আহমেদ। ছবি : এএফপি

সিলেট টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে ঘরের মাঠে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সেই হতাশা ভুলে আগামী ৩০ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে কিছুটা হলেও স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ দল। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সিলেট টেস্টে থাকা মুমিনুল হক ও খালেদ আহমেদের।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফই দিয়েছেন মুমিনুল। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। এতেই, আট ধাপ উন্নতি হয়েছে তার। টেস্ট ব্যাটারদের তালিকায় তার অবস্থান এখন ৫০তম। রেটিং পয়েন্ট ৫১৯।

এ ছাড়া, সিলেট টেস্টে দুই ইনিংসে চার উইকেট নেওয়া খালেদেএগিয়েছেন ৯ ধাপ। টেস্ট বোলারদের সেরা ১০০-তে তার অবস্থান ৮৯তম। রেটিং পয়েন্ট ২২৮, তবে এর আগে ক্যারিয়ারসেরা রেটিং ছিল ২৩১।

টেস্টে ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন। বোলারদের তালিকায় শীর্ষস্থান ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দখলে।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত করা হয়েছে সাকিব আল হাসানের নাম। সাকিবের উপস্থিতি স্বাগতিকদের জন্য বাড়তি সাহস জোগাবে। তবে, একই সময়ে দ্বিতীয় টেস্টের সময়ে দলের সঙ্গে থাকবেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাথুরুসিংহে। তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন সহকারি কোচ নিক পোথাস।