সত্যি হলো মাশরাফীর চার বছর আগের ভবিষ্যদ্বাণী

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান ও মাশরাফী। ছবি : আইসিসি ও মাশরাফীর ফেসবুক পেজ।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু চোটের কাছে হেরে গেল বাঁহাতি এই ওপেনারের স্বপ্ন। চোটের সঙ্গে যুদ্ধ করা তামিম বিশ্বকাপের দুই মাস আগে ছেড়ে দিলেন বাংলাদেশের নেতৃত্ব। এবার নেতৃত্বের ভার উঠেছে সাকিব আল হাসানের কাঁধে।

আজ শুক্রবার (১১ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সব ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার। কাকতালীয়ভাবে চার বছর আগে এমনই এক আভাস প্রায় দিয়ে রেখেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভবিষ্যদ্বাণী করেছিলেন, সাকিবের নেতৃত্বে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সত্যি সত্যিই তাই হতে চলেছে।

২০১৯ সালের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে সময় সাকিবের শাস্তির বিষয়ে পোস্ট করে মাশরাফী লিখেছিলেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’

এত বছর পর মাশরাফীর সেই কথাটি মিলে গেল। এবার মাশরাফীর পুরো ভবিষ্যদ্বাণী পূরণ হওয়ার পালা। তিনি লিখেছেন, সাকিবের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। এবার সত্যিই বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারবে কি না সেটা সময় বলে দেবে।