করোনায় আক্রান্ত মাশরাফীর মা-বাবা

Looks like you've blocked notifications!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামি কামরুন্নাহার কুহু, ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়াসহ নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন মো. আবদুল মোমেন।

এদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৯ জন, কালিয়া উপজেলায় তিনজন ও লোহাগড়া উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে গত জুনে মাশরাফীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। ২১ দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন তিনি।  পরে  ঈদুল আজহার আগে নড়াইলে যান। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি ও ভাই মোরসালিন মোর্ত্তজাও।

আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন মাশরাফী। মাঝে পরীক্ষা করিয়েও পজিটিভ ফল পাওয়া যায়। এরপর গত ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়।

করোনা থেকে সেরে উঠে নড়াইলে বেশ কিছু কার্যক্রমেও অংশ নেন মাশরাফী। গত ৩ আগস্ট স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় ফেরেন তিনি।

এর আগে মাশরাফীর শাশুড়ি হোসনে আরা সিরাজ, স্ত্রীর বড় বোন সঞ্চিতা হক রিক্তাসহ শ্বশুর বাড়ির তিন-চারজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।