পাঁচ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল ক্রাফটসম্যান ফুটওয়্যার

Looks like you've blocked notifications!
ক্রাফটসম্যান ফুটওয়্যারের লোগো

এসএমই খাতে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে কোম্পাানিটি পুঁজিবাজার থেকে পাঁচ কোটি টাকা উত্তোলন করতে পারবে। 

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৯০০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি জানায়, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ কিউআইওর মাধ্যমে প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৫০ লাখ শেয়ার ইস্যুর করবে। এর  মাধ্যমে পুঁজিবাজার থেকে পাঁচ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি প্রতিটি শেয়ারের দর নির্ধারণ হয়েছে ১০ টাকা। 

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার, প্রতিস্থাপন, ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে। কোম্পানিটির গত ২০২২-২৩ অর্থবছরের (জুলাই-জুন) সমাপ্ত আর্থিক বিবরণ হিসেবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭২ পয়সা। 

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে গ্রীণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।