আপনার জিজ্ঞাসা

প্রাণীর ছবি থাকলে ওই কাপড়ে সালাত পড়া যাবে কি?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের একটি পর্বে একজন থেকে জানতে চেয়েছেন,  প্রাণীর ছবি থাকলে ওই কাপড়ে সালাত পড়া যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।   

প্রশ্ন : প্রাণীর ছবি থাকলে ওই কাপড় পরে সালাত পড়া যাবে? মনে করেন, কাপড়ে ময়ূরের ছবি আছে। তখন কি সেটা পরে নামাজ আদায় করা যাবে?  

উত্তর : ধন্যবাদ আপনাকে। যদি পরিপূর্ণ ময়ূরের ছবি থাকে। তাহলে সালাতের সময় সেই কাপড় না পরাই উত্তম। কোনো প্রাণীর ছবি যদি কাপড়ে থাকে তাহলে সেই কাপড় পরে সালাত আদায় করা উচিত নয়। এটি বৈধ নয়। প্রাণীর ছবি নিয়ে সালাত পড়া হারাম। যদি পরিপূর্ণ ছবি না থাকে তাহলে হারাম নয়। যেমন—যে কোনো অংশ বা হালকা কোনো দিক থাকলে সমস্যা নেই। পরিপূর্ণ অবয়ব না থাকলে সমস্যা নেই। যদি পরিপূর্ণ ছবি থাকলে সেটা পড়ে নামাজ পড়া যাবে না। এটি হাদিস দ্বারা প্রমাণিত।