সরস্বতী পূজা কাল, ঢাবির জগন্নাথ হলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Looks like you've blocked notifications!
সরস্বতী পূজা উপলক্ষে ঢাবির জগন্নাথ হলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি : এনটিভি

বিদ্যার দেবী সরস্বতী পুজা আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা ও মণ্ডপ বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন কারিগর ও শিক্ষার্থীরা। রাতের মধ্যেই শেষ করতে হবে প্রস্তুতি। আরাধনার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন ভক্তরা। এখন রাত পোহাবার দেরি। 

আজ রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, জগন্নাথ হলের মাঠ ও উপাসনালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মণ্ডপ বানানোর কাজ চলছে মাঠের চারপাশে। রাতের মধ্যে কাজ শেষ করতে ব্যস্ত আয়োজকরা।

জগন্নাথ হলের উপসানলায়ে দেবীর মূর্তি সাজাতে ব্যস্ত  শাওন দাস বলেন, কাজটা যেহেতু আমাদের, তাই এ কাজের মধ্যেও এক ধরনের ভালো লাগা আছে। কালকে যেহেতু পূৃজা, তাই ব্যস্ততা বেশি। প্রতিবারের মতো এবারের আয়োজনও খুব ভালো।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডা. মিহির লাল সাহা বলেন, প্রতিবছরের মতো এবারও ৭২টি মণ্ডপ তৈরি করা হচ্ছে জগন্নাথ হলে। মাঠে ৬৯টি বিভাগ ও ইনস্টিটিউটের নিজ নিজ মণ্ডপ বসছে। এ ছাড়া  কেন্দ্রীয়ভাবে একটি, হলের পুকুরে একটি ও কর্মচারীদের একটিসহ মোট ৭২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকেই আমন্ত্রণ জানাই। পুজো শেষে সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি। 

প্রাধ্যক্ষ আরও বলেন, যেহেতু এবার মেট্রোরেল আছে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে। আগের তুলনায় এখন জনসমাগম আরও বেশি হবে। তবে, আমরা নিরাপত্তার দিকটা খেয়াল রেখেছি। পুলিশ বাহিনী ছাড়াও প্রক্টরিয়াল টিম ও আমাদের নিজস্ব আরও লোক থাকবেন নিরাপত্তার দায়িত্বে। তবে সর্বোপরি আমরা সবার কাছে সহযোগিতা চাই।