মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক গৌতম আর নেই

Looks like you've blocked notifications!
মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক গৌতম রায়। ছবি : এনটিভি

মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক গৌতম রায় মারা গেছেন। গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গৌতমের প্রতিবেশী মালয়েশিয়া আওয়ামী লীগনেতা আব্দুল বাতেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বাতেন জানান, গৌতম রায় দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি ছিলেন। ডায়াবেটিসের কারণে তার পায়ের একটি অংশও কেটে ফেলতে হয়েছিল। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন।

গৌতম ১৯৯০ সালে মালয়েশিয়া পাড়ি জমান। একাধিকবার বাংলাদেশে এলেও পরে মালয়েশিয়ায় বিয়ে করেই বসবাস শুরু করেন। ২০০৭ সালের পর তিনি প্রবাসী কণ্ঠ নামের একটি পত্রিকা বের করে বেশ আলোচিত হন। এ ছাড়া সেখানকার শ্রম বাজার নিয়েও বেশ সোচ্চার ছিলেন তিনি।