ত্বকের যত্নে ৩ ফেসপ্যাক

Looks like you've blocked notifications!

গরমে বাইরে থেকে এসে মুখে ঠাণ্ডা অনুভব পেতে ভাল লাগে। ঠাণ্ডা পানি হোক কিংবা বরফ হোক। মুখে লাগালেই শান্তি মিলে। এই গরমে ত্বকের যত্নে চন্দন রাখা উচিত। এটি মুখে লাগালে ত্বক ঠাণ্ডা থাকবে। চন্দন কাঠে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের কোষগুলিকে সুস্থ রাখে। চন্দন ব্যবহারে বার্ধক্যের লক্ষণগুলি কমে যায়। ঘরে বসে ত্বক অনুযায়ী বানিয়ে ফেলুন চন্দনের ফেসপ্যাক।

  • তৈলাক্ত ত্বকের জন্য

উপকরণ:

চন্দন গুঁড়া

গোলাপ জল

চন্দন গুঁড়া ও গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। তারপর এই প্যাকটি পরিষ্কার মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করুন।

  • ব্রণ-প্রবণ ত্বকের জন্য:

উপকরণ:

চন্দন গুঁড়া

টি ট্রি ওয়েল

ল্যাভেন্ডার ওয়াটার

তিনটি উপাদান ভালভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। ত্বকে লাগানোর আগে মুখ পরিষ্কার করে নিন। তারপর এই প্যাকটি মুখে এবং ঘাড়ে লাগান। ১০-১৫ মিনিট পরে প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন।

  • শুষ্ক ত্বকের জন্য:

উপকরণ:-

চন্দন গুঁড়া

দই

চন্দন গুঁড়ো এবং দই ভালো করে মিশিয়ে নিন। পেস্টটি মুখে লাগান। তারপর ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিন। প্যাকটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র- নিউজ ট্রাক