স্বামীকে প্রশংসার দিন আজ

Looks like you've blocked notifications!
ছবি : ফ্রিপিক

দাম্পত্য সম্পর্ক গড়ার পেছনে স্বামী ও স্ত্রী দুজনেরই অবদান থাকে। তবে আজকের দিনটি শুধু স্বামীর জন্য। আজ শনিবার (২০ এপ্রিল)‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামীকে প্রশংসা করার দিন। ছোট-বড় সেসব অবদানের জন্য সঙ্গীর প্রশংসা জীবনকে আরও মধুর করে তোলে। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন তো আর সঙ্গীর প্রশংসা করা সম্ভব হয়ে ওঠে না। তাই মাঝেমধ্যে একে অপরের প্রশংসা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।  

তবে স্বামীর কাজের মূল্যায়নের এই দিবস ঠিক কবে, কোথায় পালন শুরু হয়েছিল, তা বলা কঠিন। সাধারণত প্রতি বছরের এপ্রিলের তৃতীয় শনিবার এটি পালিত হয়।

স্বামীর প্রশংসা করবেন যেভাব

স্বামীকে প্রশংসা করার জন্য আজকের দিনে তাঁকে কোনো উপহার দিতে পারেন। তাঁর পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়াতে পারেন।

স্বামীর সঙ্গে কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে থাকলে তা ঘোচাতে খোলাখুলি কথা বলতে পারেন। সংসারে তার উপস্থিতি কতটা প্রয়োজনীয় তা বলতে পারেন এ দিনটিতে। এ ছাড়া খুব সহজ একটি উপায় হলো, তাকে প্রশংসা করে কিছু লিখে উপহার দিন। দেখবেন এটুকুতেই আপনার সঙ্গী অনেক খুশি হয়ে যাবেন।

সূত্র: ডেইজ অব দ্য ইয়ার