নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের লোক নির্বাচনের মাঠে : ইসি আলমগীর

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি আলমগীর হোসেন। ছবি : এনটিভি

বিএনপিকে উদ্দেশ করে নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেছেন, ‘কোনো কোনো রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে তাদের অনেক লোক নির্বাচনের মাঠে রয়েছে। তারা নির্বাচনে বাধা দিবে এমন কথা বলেনি।’

আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি আলমগীর হোসেন।

ইসি আলমগীর বলেন, ‘জাতীয় নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় নির্বাচন আরেক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। কিন্তু এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে ভোটার অংশগ্রহণ ভালো থাকে। কোনো কোনো রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে তাদের অনেক লোক নির্বাচনের মাঠে রয়েছে। তারা নির্বাচনে বাধা দিবে এমন কথা বলেনি। এরপর যদি তারা ঘোষণা দেয় বাধা দেবে তাহলে জাতীয় নির্বাচনে ক্ষেত্রে যা করা হয়েছে, এখানে তাই করা হবে।’

ইসি আলমগীর আরও বলেন, ‘জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। তেমন কোনো অঘটন ঘটেনি।’

মত বিনিময় সভায় জেলা প্রশাসক কাওছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও  জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাসহ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।