শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কিনা, জানা যাবে শনিবার  

Looks like you've blocked notifications!

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি নির্দেশে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। তাপপ্রবাহের সতর্কতা আরও তিন দিন বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটিও বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। তবে ছুটি বাড়বে কিনা, এ নিয়ে আগামী শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার।

আজ বৃহস্পতিবার সচিবালায়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেন, ‘তাপমাত্রা আপ-ডাউন (ওঠা-নামা) হয়। আমাদের সামনে শুক্র ও শনিবার বন্ধ আছে। এ সময়ে আমরা একটু দেখি। তারপর আমরা সিদ্ধান্ত নেব।’

সারা দেশে চলছে তাপপ্রবাহ। এর মধ্যে ১৬ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। এর মাঝেই আরও তাপপ্রবাহের সতর্কতার মেয়াদ আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহ নিয়ে জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপপ্রবাহে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে দুপুরের পর থেকে তাপমাত্রা আরও বাড়বে।