প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৩০ বছরের সাফল্য উদযাপন

Looks like you've blocked notifications!
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৩০ বছরের সাফল্য উদযাপন অনুষ্ঠান। ছবি : প্ল্যান ইন্টারন্যাশনাল

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৩০ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করা হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও গ্র্যান্ড বলরুমে  গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই  উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

গৌরবের এই ৩০ বছর পথচলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিগত তিন দশক ধরে একটি আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা হিসেবে সারা বাংলাদেশে সক্রিয়ভাবে দেশের ৪০টি জেলায় কাজ করছে। ১৯৯৪ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশে তার উন্নয়ন প্রচেষ্টা শুরু করে ও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের, বিশেষত কন্যাশিশু ও যুব নারীদের অধিকার প্রতিষ্ঠায় তাদের শিক্ষায়, সুরক্ষায়, তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে চলেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, “প্রতিষ্ঠানের কাজ শুধু রুটিন কাজ করে যাওয়া নয়, প্রতিষ্ঠানের কাজ সমাজ পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করা। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেই কাজটাই করে চলেছে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেন (রিমি); ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনে নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী; মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ; ভাগ্যশ্রী ডেঙ্গেল, রিজিওনাল ডিরেক্টর এশিয়া রিজিওনাল অফিস, প্ল্যান ইন্টারন্যাশনাল; শ্যারন কেইন, ডিরেক্টর অব সাব রিজিওন এশিয়া প্যাসিফিক, প্ল্যান ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।