যানবাহনের গতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিআরটিএ ও হাইওয়ে পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ছবি : এনটিভি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ও হাইওয়ে পুলিশ। এ সময় অতিরিক্ত গতির কারণে আট যানবাহনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে বিআরটিএর সদর কার্যালয়ের আদালত-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত জানান, সম্প্রতি মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মূলত ঘণ্টায় ৯০ কিলোমিটারের অতিরিক্ত গতিতে যে যানবাহনগুলো চলাচল করছে তাদেরকে জরিমানা করা হয়েছে।