ঘাস কাটতে গিয়ে গরমে নারীর মৃত্যু 

Looks like you've blocked notifications!
দিনাজপুরের ম্যাপ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চককড়েয়া কড়াইপাড়া হাসিনা বেগম (৫৭) নামের এক নারী ঘাস কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন বলে পরিবারের লোকজন দাবি করেছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ছামেদুল ইসলাম হাসিনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

চেয়ারম্যান জানান, স্থানীয় লোকজন খবর পেয়ে হাসিনা বেগমকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।  কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত দিনাজপুরে রেফার্ড করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণঅ করেন। 

এই বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল জানান, প্রচণ্ড তাপপ্রবাহে হাসিনা বেগম নামে এক নারী মারা গেছেন বলে তিনি শুনেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করছি। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ যেন বের না হয়। ঘর থেকে বের হলে অবশ্যই ছাতা ও পানি সঙ্গে রাখতে হবে।’ 

হাসিনা বেগমের মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজনের খোজখবর নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।