সিনেমার টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, হলে ছুটলেন নায়ক-নায়িকাও!

Looks like you've blocked notifications!

সিনেমার টিকিট কিনলেই সঙ্গে বিরিয়ানি ফ্রি! বিষয়টি আশ্চর্যের হলেও সত্য। সিনেমা হলে দর্শক ফেরাতে এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি বগুড়া ধুনটের। এই উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে ১০০ টাকার টিকিটের সঙ্গে বিনামূল্যে বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হয়। এতে বিনোদনপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। গত শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা থেকে ছড়িয়ে পড়া ঘটনা জানতে পেরে সেখানে ছুটে যান ‘লিপস্টিক’ ছবির প্রধান চরিত্র পূজা চেরী ও আদর আজাদ। 

সিনেমা হলের কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় সিনেমা হলে পৌঁছান এই তারকারা। তারা সেখানে ১০ মিনিট ছিলেন। দর্শকের সঙ্গে ছবি দেখে তারা চলে যান।

ধুনট উপজেলায় ১৯৮৪ সালে ঈসা খান নির্মিত ঝংকার সিনেমা হলটি দিনের পর দিন দর্শক হারাতে থাকে। ইন্টারনেট ও স্মার্টফোনের যুগে হলবিমুখ হয়ে পড়ে সিনেপ্রেমীরা। এতে দেশের আর সব সিনেমা হলের মতো ঝংকারেও দর্শক কমতে থাকে। একপর্যায়ে দর্শক শূন্যতায় সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ এক দশক পর ২০ এপ্রিল থেকে আবারও ঝংকার সিনেমা হলে ছবি প্রদর্শন শুরু করেছে কর্তৃপক্ষ। হলটিতে প্রদর্শিত হচ্ছে এ সময়ের নায়ক-নায়িকা আদর আজাদ-পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।  সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। 

ঝংকার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মো. ঈসা খান জানান, সিনেমা হলটিতে দর্শকের জন্য ৪০০টি আসন রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই শিল্পকে বাঁচাতে সরকার ঘোষিত অনুদান সহজ শর্তে পেলে তারা সিনেপ্লেক্স নির্মাণে আগ্রহী। কিন্তু নানা জটিলতার কারণে অর্থ সহায়তা পাচ্ছেন না। ভালো হল নির্মাণ হলে দর্শক আবারও হলমুখী হবে।

ঝংকার সিনেমা হলের পরিচালক ইসমত আরা ইনু জানান, সিনেমা হলে যতদিন এই ছবি চলবে ততদিন টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়া হবে। মূলত দর্শক টানতেই এ ব্যবস্থা করা হয়েছে। তবে, নির্মাতারা ভালো ছবি বানালে আবারও সিনেমা হলমুখী হবেন দর্শকরা। পাশাপাশি সরকারি প্রণোদনা পেলে আমাদের এ ব্যবসায় ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।

প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় সিনেমা হলে ‘লিপস্টিক’ প্রদর্শন করা হচ্ছে। কিন্তু গরমের কারণে প্রতিদিন দুপুর ১২টা ও বিকেল ৩টায় দর্শকের উপস্থিতি কম থাকে। তবে সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় হল ভর্তি দর্শক পাওয়া যায়। প্রতিদিন গড়ে আশানুরূপ দর্শকের সাড়া মিলেছে। সিনেমা হলের দর্শকদের মুখে মুখে এখন ‘লিপস্টিক’-এর সঙ্গে বিরিয়ানি ফ্রি।