দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

Looks like you've blocked notifications!
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি : এনটিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে ও হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ও জুমার নামাজের পর এ দুর্ঘটান ঘটে।

ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হন। আজ ভোর ৬টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম গোলাম রাব্বী (৩৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। চালকের সহকারীর রেজওয়ান (৩২)। তিনিও একই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপর দিকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গরু বোঝাই ভটভটির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুর আড়াইটার দিকে হিলি-বিরামপুর সড়কের উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ধীমান ঘোষ (৪০) জেলার নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে। অপর নিহত তার বন্ধু। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ জুম্মা নামাজের পর বিরামপুর থেকে গরু বোঝাই একটি ভটভটি হিলির দিকে আসছিল। অপরদিকে হিলি থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরামপুরের দিকে যাচ্ছিল। এ সময় গরু বোঝাই ভটভটি মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গরু বোঝাই ভটভটির চাপায় মোটরসাইকেলের দু আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। একজনের নাম পরিচয় জানা গেলেও অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।