অনিয়মের অভিযোগে তিন ব্যাংক কর্মকর্তা কারাগারে

Looks like you've blocked notifications!
পাবনার সাঁথিয়া উপজেলা অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে কারাগারে। ছবি : এনটিভি

পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় প্রায় সাড়ে ১০ কোটি টাকার  অনিয়মের অভিযোগে শাখা ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন‌ আদালত।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর।

এর আগে আজ দুপুরে তাদের আদালতে পাঠায় সাঁথিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান জানান, বিকেলে সাঁথিয়া থানা থেকে এনে তাদের আদালতে তোলা হয়। এ সময় কেউ তাদের জন্য জামিন আবেদন করেননি। ফলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক কর্মকর্তারা হলেন  অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা হারুন বিন সালাম, সিনিয়র অফিসার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকার আবু জাফর এবং ক্যাশিয়ার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের সুব্রত চক্রবতী।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় আসে। দিনভর অডিট করে তারা ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম পায়। এ বিষয়ে সাঁথিয়া থানায় ওই শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে অভিযোগ দিলে পুলিশ গতকাল গভীর রাতে তাঁদের তিনজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অডিটে অনিয়ম ধরা পড়লে তাদের আটক করে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আজ দুপুরে জিডির ভিত্তিতে তাঁদের আদালতে পাঠানো হয়। পরবর্তী সময়ে বিষয়টি দুদুক আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।