দলীয় সিদ্ধান্ত অমান্য, বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

Looks like you've blocked notifications!
বিএনপির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত এলো। যারা বহিষ্কার হয়েছেন, তাদের মধ্যে আছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২১ জন। আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার রাতে এবং বুধবারে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। সংশ্লিষ্ট প্রার্থীদের নোটিশ পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে কারণ দেখিয়ে একটি লিখিত জবাব নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কার হলেন যারা

চট্টগ্রাম বিভাগ : বান্দরবান জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোসা. শিরীন আক্তার, (মহিলা ভাইস চেয়ারম্যান), আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. রিটন (ভাইস চেয়ারম্যান), কক্সবাজার মহেশখালী উপজেলা মহিলা দলের সভাপতি মোসা. জাহানারা জাহাঙ্গীর (মহিলা ভাইস চেয়ারম্যান), যুবদলের সভাপতি জাহাদুল হুদা (ভাইস চেয়ারম্যান)। 

রাজশাহী বিভাগ : চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কায়সার আহমেদ (ভাইস চেয়ারম্যান), ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য মো. কামাল উদ্দীন (ভাইস চেয়ারম্যান), মহিলা দলের নেত্রী মোসা. রেশমাতুল আরস রেখা (মহিলা ভাইস চেয়ারম্যান), একই জেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহা. আনোয়ারুল ইসলাম (উপজেলা চেয়ারম্যান), সদস্য বাবর আলী বিশ্বাস (উপজেলা চেয়ারম্যান), জয়পুরহাট জেলার আত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমান খসরু (ভাইস চেয়ারম্যান), ক্ষেতলাল উপজেলা মহিলা দলের সহসভাপতি শামীমা আক্তার বেদেনা (মহিলা ভাইস চেয়ারম্যান), নাটোর সদর উপজেলার সাবেক ভিপি ইমতিয়াজ আহমেদ হীরা (উপজেলা চেয়ারম্যান), নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন (উপজেলা চেয়ারম্যান), মহিলা দলের সভাপতি মোসা. মহুয়া পারভিন (মহিলা ভাইস চেয়ারম্যান)। 

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা বিএনপি ও সাবেক ছাত্রনেতা এ বি এম কাজল সরকার (উপজেলা চেয়ারম্যান), মহিলাদলের সহকুটির শিল্পবিষয়ক সম্পাদক মোসা. সুমি বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), মহিলাদলের সহসভাপতি মোসা. মনোয়ারা বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), হালুয়াঘাট উপজেলার অ্যাডভোকেট হাসনাত তারেক (উপজেলা চেয়ারম্যান), ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান (ভাইস চেয়ারম্যান), ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রশিদ মজনু (উপজেলা চেয়ারম্যান), ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসান পল্লব (উপজেলা চেয়ারম্যান), কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম (উপজেলা চেয়ারম্যান), হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য নাজমুল আলম (ভাইস চেয়ারম্যান), ছাত্রদল সাবেক সদস্য ফরিদ আলরাজি (ভাইস চেয়ারম্যান), শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম সাইফুল মালেক (ভাইস চেয়ারম্যান), শহর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা (উপজেলা চেয়ারম্যান), গোসাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদমান সৌমিক মুন (ভাইস চেয়ারম্যান), ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম রাজন (ভাইস চেয়ারম্যান), ঝিনাইগাতী উপজেলা বিএনপিনেতা মো. আমিনুল ইসলাম বাদশা (উপজেলা চেয়ারম্যান), স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন (ভাইস চেয়ারম্যান)।

সিলেট বিভাগ: সিলেটের বিশ্বনাথ উপজেলার (যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক) সেবুল মিয়া (উপজেলা চেয়ারম্যান), বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌউছ খান (উপজেলা চেয়ারম্যান), সুনামগঞ্জ জেলা মহিলাদলের সহসভাপতি ছবি চৌধুরী (মহিলা ভাইস চেয়ারম্যান), বড়লেখা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রাহেলা বেগম হাসনা (মহিলা ভাইস চেয়ারম্যান), দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া (উপজেলা চেয়ারম্যান), শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র দাস (উপজেলা চেয়ারম্যান), বিশ্বনাথ উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না শাহীন বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), খাজানজি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রব সরকার (ভাইস চেয়ারম্যান), বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাউছার খান (ভাইস চেয়ারম্যান)।