বাঁচতে চান দুই কন্যার জনক পিন্টু

Looks like you've blocked notifications!

পিন্টু রঞ্জন বৈষ্ণব। বয়স মাত্র ৪৪ বছর। ফুসফুস ক্যানসারের জন্য লড়ছেন দীর্ঘদিন। প্রথম অবস্থায় ভেঙ্গে পড়লেও দুই মেয়ের জন্য বাঁচতে চান তিনি। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ভারতের মহারষ্ট্রের পুণেতে অবস্থিত গ্যালাক্সি কেয়ার মাল্টিস্পেশালিটি হাসাপাতাল প্রাইভেট লিমিটেডে। সেখানে অপারেশনের পর চলছে তার কেমোথেরাপি।

পিন্টু রঞ্জন বৈষ্ণবের ভাই মনোরঞ্জন বৈষ্ণব জানান, আমার ছোটো ভাইয়ের ফুসফুসে ১০ সেন্টিমিটারের চেয়েও বড় টিউমার ধরা পড়ে। পরে আমরা তার উন্নত চিকিৎসার জন্য ভারতের পুণেতে নিই। সেখানে তার টিউমার অপারেশন শেষে কেমো চলছে। আমরা তার জীবন বাঁচানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। ক্যানসারের চিকিৎসায় খরচ বহনে আমরা নিরূপায় হয়ে পড়েছি। আমার ভাইয়ের দুই কন্যা আছে। যদি কেউ ভাইয়ের জীবন বাঁচানোর জন্য আমাদের প্রচেষ্টায় অবদান রাখেন, তাহলে অত্যন্ত কৃতজ্ঞ থাকব।

সহযোগিতা পাঠাতে ব্যাংক হিসাব নম্বর

Monoranjan Baishnab, DBBL A/c No: 1221030032753

রকেট নং : 016742290440

বিকাশ নং : 01674229044