ইসলাম নিয়ে ফেসবুকে কটূক্তি, শিক্ষক সুনীল কারাগারে

Looks like you've blocked notifications!

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে করা মামলায় ময়মনসিংহের স্কুল শিক্ষক সুনীল চন্দ্র ঘোষকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কোতোয়ালি মডেল থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল হাকিম আব্দুল হাইয়ের আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজের জীব বিজ্ঞানের শিক্ষক সুনীল চন্দ্র ঘোষ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গতকাল বুধবার (২৪ এপ্রিল) শম্ভুগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের ইমাম মো. কাইয়ূম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। পরে গতকাল দুপুরের পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে সুনীল চন্দ্র ঘোষকে শহরের নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঞার নির্দেশে সুনীল চন্দ্র ঘোষকে দ্রুত গ্রেপ্তার করায় এলাকায় উত্তেজনা প্রশমিত হয়। গ্রেপ্তারের পর ওই শিক্ষকের কাছ থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনসহ ফেসবুকে আপলোড করা পোস্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়,  সুনীল চন্দ্র ঘোষ মুক্তাগাছা উপজেলার মহিষদিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকায় বসবাস করেন।

মামলার বাদীর অভিযোগে জানা যায়, সম্প্রতি সুনীল চন্দ্র ঘোষ তাঁর ফেসবুক আইডি থেকে একটি লেখা শেয়ার করেন। পরবর্তী সময়ে এই পোস্টের কমেন্টসে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক কমেন্টস করেন। এটা দেখেই শম্ভুগঞ্জ এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম অসন্তোষ, ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।