রাতে পদ্মার বালু উত্তোলন, দুই ড্রেজার জব্দ

Looks like you've blocked notifications!
অবৈধভাবে বালু উত্তোলনের সময় জব্দ করা ড্রেজার। ছবি : এনটিভি

রাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে নৌ-পুলিশ। গতকাল বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ড্রেজার দুটি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের যশিলদিয়ায় গতকাল বুধবার অভিযান চালানো হয়। এ সময় নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার জব্দ করা হয়।

মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ড্রেজার জব্দ করার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ড্রেজার দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মাওয়া নৌ-ফাঁড়ির এ কর্মকর্তা।