সারা দেশে বৃষ্টির জন্য প্রার্থনার নামাজে মুসল্লিদের অঝোর কান্না

Looks like you've blocked notifications!
বরিশাল নগরীর গির্জামহল্লা এ. কে স্কুল মাঠে বৃহস্পতিবার বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি : এনটিভি 

গত কয়েকদিন ধরে সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। প্রখর রোদ আর প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। এমতাবস্থায় তীব্র এ গরম থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য প্রার্থনার বিশেষ নামাজ ‘ইস্তিসকার সালাত’ আদায় করছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে অঝোরে কান্নাকাটি করছেন তারা। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বরিশাল, পিরোজপুর, ঠাকুরগাঁও, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন জেলায় ইস্তিসকার সালাত আদায় করেন মুসল্লিরা।

পিরোজপুরে সালাতুল ইস্তিসকা আদায়

পিরোজপুরে ইস্তিসকার সালাত আদায় বৃষ্টির জন্য অঝোরে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চাইলেন পিরোজপুর তাফহিমুল কোরআন মাদ্রাসার মাঠে নামাজ আদায় করতে আসা শত শত মুসল্লি। সকাল ৮ টায় মাদ্রাসার মাঠে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে সদর উপজেলার বিভিন্ন এলাকার শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন বাইতুস সালাত জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম।

মাওলানা আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। নামাজের মাধ্যমে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তা বান্দাদের দিয়ে থাকেন। তাই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য এই আয়োজন।

ঠাকুরগাঁওয়ে গরম থেকে মুক্তির আশায় বিশেষ নামাজ

অব্যাহত দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত আদায় করেছেন ঠাকুরগাঁওয়ের কয়েকশ’ মুসল্লি। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শহরের সালান্দর ইসলামিয়া কামিয়া মাদরাসা মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তীব্র গরম থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য দোয়া করেন।

বিশেষ এই নামাজে ইমামতি করেন সালান্দর ইসলামিয়া কামিয়া মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা মুসল্লিদের

টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জের পৃথক দুটি স্থানে ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন মুসুল্লিরা। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জ পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া।

এদিকে একই প্রার্থনায় সকাল ১০টায় মুন্সীগঞ্জ পৌর এলাকার চর কিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে আরেকটি নামাজ অনুষ্ঠিত। এতে ইমামতি করেন চর কিশোরগঞ্জ বায়তুল জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহ। নামাজ শেষে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য দুহাত তুলে কান্নাকাটি করেন।

ঝালকাঠিতে বৃষ্টি প্রার্থনায় ইস্তিসকার নামাজ

অনাবৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও অসহ্য গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ঝালকাঠিতে ইস্তিসকার সালাত আদায় করেছেন মুসল্লিরা। আজ সকাল ১০টায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মো. মহিউদ্দিন।

নামাজে এলাকার শিশু, যুবক, মধ্য বয়সী, বৃদ্ধসহ সব স্তরের মানুষ উপস্থিত ছিলেন। নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং দেশবাসীর কল্যাণ কামনায়ও দোয়া করা হয়। গত কয়েকদিন ধরে ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বরিশালে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় বরিশাল নগরীর গির্জামহল্লা এ. কে স্কুল মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘ইস্তিকার সালাত’ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মঈনী। নামাজ শেষে দোয়া মোনাজাতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় অঝোরে কাঁদতে থাকেন মুসল্লিরা।

নামাজের আগে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন বাকেরগঞ্জের উত্তমপুর ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছোহরাব হোসেন। তিনি বলেন, দেশব্যাপী বয়ে চলা তীব্র দাবদাহ মানুষের কষ্টের কারণ হয়ে উঠেছে। এ থেকে পরিত্রাণে মহান আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা প্রয়োজন।

রাজবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ আদায়

রাজবাড়ীতে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ ইস্তিসকার সালাত আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় জেলার শ্রীপুর বাস টার্মিনাল সংলগ্ন মাঠে বিশেষ এ নামাজের আয়োজন করা হয়।

নামাজে ইমামতি করেন শহরের কাজীকান্দা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আহাম্মদ। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া।