১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ছবি : এনটিভি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ১৬টি স্বর্ণের বার ও একটি মোটর সাইকেলসহ মিনহাজুল ইসলাম নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের পশ্চিম উচনা এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে এই স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দসহ চোরাকারবারিকে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ তানজিলুর রহমান জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে- পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির বিজিবির টহল কমান্ডার নায়েক মো. আতোয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল পশ্চিম উচনা গ্রামের ভারত সংলগ্ন সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে। ওই সময়  সীমান্ত পিলার ২৮০/১৫-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম উচনা গ্রামের মঞ্জুরুল ইসলামের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে ১৬টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দসহ মিনহাজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা স্বর্ণ ও মোটর সাইকেলের মূল্য ধরা হয়েছে এক কোটি ৯০ লাখ টাকা।

আটক মিনহাজুল ইসলাম পাঁচবিবি সীমান্তের পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পাঁচবিবি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তার।