দেশ আবার তলা বিহীন ঝুঁড়িতে পরিণত হবে : তাজুল ইসলাম

Looks like you've blocked notifications!
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম আজ বৃহস্পতিবার মাসব্যাপী গণ ইফতারে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে বক্তব্য দেন। ছবি : এবি পার্টি

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারি দলের একজন সংসদ সদস্য ঘোষণা দিয়েছেন গত নির্বাচনে ওনার এক কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ হয়েছে, উনি আগে সেটা তুলবেন। সরকারের এমপিরা যেভাবে ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে, তাতে দেশ আবার তলা বিহীন ঝুঁড়িতে পরিণত হবে। 

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) এবি পার্টির মাসব্যাপী গণ ইফতারের ১৭ তম দিনে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে তাজুল ইসলাম এসব কথা বলেন।

কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল হালিম নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতারে বিশেষ অতিথি ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানসহ কেন্দ্রীয় নেতারা।

তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যাকে আজ অভিশাপ মনে করা হচ্ছে। অথচ সরকারের অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা আর দূর্নীতিই দেশের জনসংখ্যাকে অভিশাপে পরিণত করেছে। আমাদের জনসংখ্যা আমাদের জনশক্তি, আশীর্বাদ। পৃথিবীর সব উন্নত দেশে কর্মক্ষম জনশক্তির অভাব রয়েছে। আমরা যদি শিক্ষা ব্যবস্থা কর্মমুখী করতে পারি এই জনশক্তি দেশের জন্য অর্থের প্রধান উৎসে পরিণত হতে পারে। দেশে আজ সবকিছু দলীয়ভাবে অযোগ্যদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয়েছে।’

গণ ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, রুনা হোসাইন, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, যুবনেতা মো. মিঠু, এবি পার্টি পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সিএমএইচ আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।