ক্যানসার আক্রান্ত জান্নাতের চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

বাঁচতে চাওয়া দোষের কিছু? যদি না হয়, জান্নাতের বাঁচার অধিকার আছে। অর্থের জন্য একটি প্রাণ ঝরে যাবে, আমরা চোখের সামনে তা হতে দেব? ১৫ লাখ টাকা প্রয়োজন, একার পক্ষে অঙ্কটা বিশাল। সবাই মিলে এগিয়ে এলে জোগাড় করা অসম্ভব নয়।হজকিন লিম্ফোমা নামক মরণব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত জান্নাত আক্তার নিশি। চিকিৎসকের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, কেমোথেরাপি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট বাবদ জান্নাতের চিকিৎসায় এখনও প্রয়োজন...