ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪ টা ৪৮ মিনিটে এবং ১১৬ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।

এর কিছু সময় পর একই এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। 

ভূমিকম্পের মূল কেন্দ্রের কাছাকাছি এলাকা ক্যাটালাগান মিউনিসিপলিটির পুলিশ মেজর রনি অরেলানো বলেছেন, ‘ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। আমরা সতর্ক আছি।’

করোনার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : এডিবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জুলাই মাসে তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সাপ্লিমেন্টে বলেছে, রপ্তানি ও রেমিটেন্সের ওপর নির্ভর করে গত অর্থবছরের মতো কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত থাকবে।

আজ শুক্রবার ম্যানিলা থেকে প্রকাশিত এশিয়ার অর্থনীতির ওপর সম্পূরক পূর্বাভাসে এডিবি বলেছে, দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ২০২১ সালে দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে আট দশমিক নয় শতাংশ, যা গত এপ্রিলে ছিল নয় দশমিক পাঁচ শতাংশ।

সম্পূরক পূর্বাভাসে এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি হ্রাসের কারণ মূলত ভারতের জিডিপি প্রবৃদ্ধি হ্রাস।

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৪৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বহনকারী একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জন হয়েছে। আহত ৪৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সুলু প্রদেশের জোলো দ্বীপে ৯৬ আরোহী নিয়ে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের বেশির ভাগই সেনাসদস্য। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে ফিলিপাইনের বিমান বাহিনী জানিয়েছে, লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। উদ্ধার কাজ চলছে বলেও বিবৃতিতে বলা হয়।

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯

ফিলিপাইনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আজ রোববার ওই দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যু কথা জানানো হয়েছিল। কিছু মানুষকে উদ্ধার করা গেলেও প্রাণহানি বেড়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের পাতিকুল এলাকায় আজ রোববার দুপুরে ওই বিমান বিধ্বস্ত হয়। অবতরণের সময় দুর্ঘটনায় পড়া লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ বিমানটিতে দেশটির সামরিক বাহিনীর ৯২ জন আরোহী ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫০ জনকে।

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।

আজ রোববার দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে।

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

অন্তত ৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাপ্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

ফিলিপাইনের সুলু প্রদেশের জোলো দ্বীপপুঞ্জে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে অবতরণের আগমুহূর্তে সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়। আগুন ধরে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।সেনাপ্রধান সিরিলিতো সোবেজানা এএফপিকে এসব তথ্য জানান।

করোনার টিকা নিতে না চাইলে জেল : ফিলিপাইনের প্রেসিডেন্ট

কোভিড-১৯-এর টিকা নিতে অস্বীকৃতি জানানো নাগরিকদের কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

এ পর্যন্ত দেশটিতে ১৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার মানুষের।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেন, ‘পছন্দ আপনার, টিকা নিবেন নাকি আমি আপনাকে জেলে পাঠাব। আমাকে ভুল বুঝলে চলবে না, দেশে সংকট চলছে।’

অনলাইনে চিকেন ফ্রাই অর্ডার করে পেলেন তোয়ালে ফ্রাই (ভিডিও)

অনলাইনে এক ধরনের পণ্য অর্ডার করে ভিন্ন ধরনের পণ্য পাওয়ার অভিজ্ঞতা কম-বেশি অনেকেরই আছে। এসব ক্ষেত্রে বেশি দেখা যায় পণ্যের মানের হেরফের। তবে খাবার অর্ডার করে তার বদলে ডুবো তেলে ভাজা তোয়ালে পেলে কেমন লাগবে?

অদ্ভুত শোনালেও ঘটনা সত্যি। জনপ্রিয় একটি ফাস্ট ফুড চেইন থেকে চিকেন ফ্রাই (ভাজা মুরগি) অর্ডার করে তার পরিবর্তে একটি ভাজা তোয়ালে পেয়েছেন ফিলিপাইনের এক নারী। খবর হিন্দুস্তান টাইমসের।

অ্যালিক পেরেজ নামের ওই ভুক্তভোগী নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ডুবো তেলে ভাজা তোয়ালের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। আর মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।

দুতার্তের কমিউনিস্ট ‘হত্যার’ নির্দেশের পর শ্রমিকনেতা-সংগঠকসহ নিহত ৯

ফিলিপাইনের উত্তরাঞ্চলে পুলিশের ধরপাকড়ে অন্তত ৯ জন নিহত হয়েছে। মাত্র দুদিন আগে দেশের সব কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যা’ ও ‘খতম’ করে দিতে সরকারি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবর আল জাজিরার।

গতকাল রোববার কেন্দ্রীয় প্রদেশ মেট্রো ম্যানিলাসংলগ্ন তিনটি প্রদেশ থেকে অন্তত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। এ সময় আরও ছয় জন ‘পালিয়ে যায়’ বলেও জানায় তারা।

ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও দেল সুর প্রদেশে রোববার রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইনের সিসমোলজি ও ভলকানোলজি ইনস্টিটিউট এ কথা জানায়। খবর বাসসের।

খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ম্যাগসাইসে শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূগর্ভের ১৫ কিলোমিটার গভীরে।

উৎপত্তিস্থল মূল টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত, ফলে আরো ভূমিকম্প হতে পারে ও এটি ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

কাদাপাওয়ান সিটি, দক্ষিণ কোতাবাতোর কোরোনাদাল সিটি ও মিন্দানাও অঞ্চলের অন্যান্য এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

Pages